সাখাওয়াত হাসান বিজয় প্রভাতী বাংলাদেশ
রাষ্ট্র মেরামতের লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
দুর্গাপুর উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেন ৩১ দফা সংবলিত লিফলেট গণসংযোগ চলাকালে তিনি পথচারী দোকানি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।
গণসংযোগ শেষে স্থানীয় মাদ্রাসা মাঠে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক।
তিনি বলেন গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে রাষ্ট্রের সব স্তরে ধ্বংস নেমে এসেছে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার সেই লক্ষ্যেই তারেক রহমান ৩১ দফার একটি জাতীয় রূপরেখা দিয়েছেন।
তিনি আরও বলেন এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ইশতেহার নয় এটি একটি জাতীয় প্রতিশ্রুতি এখানে বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।”
পুঠিয়া-দুর্গাপুর নিয়ে গঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আবু বকর সিদ্দিক মাঠে সক্রিয় রয়েছেন তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দিচ্ছেন।
নেতাকর্মীরা জানান ৩১ দফা কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে তাঁরা একে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে দেখছেন এ বিষয়ে আরও সচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।