1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কর্মী অসুস্থ দেখতে ছুটে আসেন ইউনিয়ন বিএনপি সভাপতি সহ সকল অঙ্গ সংগঠন নেতৃত্ব বৃন্দ টংগিবাড়ীতে ম,দ,পা,নে প্রা,ণ গেল ৪ জনের, হাসপাতালে আরও ৩ রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে তা এ অঞ্চলে অশ্রুতপূর্ব ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান সড়ক দু,র্ঘ,ট,নায় নি,হ,ত, স্ত্রী আ,শঙ্কা,জ,ন,ক ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ঢাকাস্থ নলছিটি উপজেলা জাতীযতাবাদি ফোরামের সদস্য নবায়ন কার্যক্রম শুরু

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব আবারও ৫ দিনের রিমান্ডে

আরাফাত ভূঁইয়া শান্ত জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আরাফাত ভূঁইয়া শান্ত জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক নুসরাত শারমীন এই আদেশ দেন।

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার সূত্রপাত থেকে ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা। ওই ঘটনায় করা মামলায় ১ জুলাই মোহাম্মদ বিপ্লবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তাঁকে সাত দিনের রিমান্ডে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হালিম বলেন, ফয়সাল গত সাত দিন রিমান্ডে ছিলেন। তখন পুলিশের তদন্তাধীন গুরুত্বপূর্ণ বিষয়ের জবাবে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর কথা বলেছেন। ছাত্র–জনতার আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

তাই পুনরায় মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে তার ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে মূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয় রাজনীতিতে তিনি প্রভাবশালী ছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ১ জুলাই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট