সাখাওয়াত হাসান বিজয় প্রভাতী বাংলাদেশ
রাজশাহী দুর্গাপুর থানা বখতিয়ার পুর গুলালপাড়া গ্রামে জমির টাকা নিতে গেলে মারধুর করে
রাজশাহী দুর্গাপুর জমির টাকা নিতে গেলে মারধুর করে। পিতা মৃত আলীমুদ্দী মো: হেলাল আহাম্মদ (টুলু)
টুলু বলেন ২৭/০৬/২৫ সময় ৮:০০ ঘটবকার সময় আমার স্তী মো: কবির পিতা মৃত হজ্জত আলী কবিরে বাড়িতে আমার স্তী তার বাসাতে পুকুর লিজের টাকা নিতে গেলে কবিরের স্তী আমার স্তী সাথে মার মুখি আচারন করে সেখন থেকে আমার স্তী এবং মুক্তা তার বাসা থেকে চলে আসে ।
৮:৩০ সময় টুলু তার বাসার সামনে দিয়ে সাইকেলে চরে আসার সময় সাইকেলে থেকে নামিয়ে তাকে মারধুর করে কবির ও তার স্তী এবং এই মারামারির ঘটনা তার পরিবারের মানুষ শুনলে টুলুকে ছাড়িযে নিতে আসে। কবির ও তার স্তী টুলুর মাকে এবং তার ভাস্তি হালিমাকে মারধুর করে বলে অভিযোগ করেন টুলুর পরিবার
টুলু আরো বলেন: আমার ২ ভাইয়ে মিলে ৩৭ শতাংশ জমি ৬০.০০০ হাজার টাকা বিঘ করে পুকুর লিজ নেন কবির ২ শতাংশর টাকা কম দেয়ার কথা বলেন কবির এক সময় এই টাকা নিয়ে কিছু কথা কাটাকাটি হয় কোনো এক সময়।
আরো বলেন এই মারামারির বিষয়টা নিয়ে ৩ বার বাসার কথা বলে কোনো সময় উপস্থিত হয়নি বলে জানান টুলু
এই মারামারির বিষয়টা নিয়ে ০৯/০৭/২৫ তারিখে ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ান পরিষদ বরাবর দরখাস্ত করেন বলে জানান টুলু
পরিষদ অফিসার বলেন আমরা যতো তাড়াতাড়ি এই বিষয়ে নিয়ে বেবস্তা নিছি বলে জানান টুলু