ঈদগাঁও বাস-স্টেশনে যানজট নিরেসনে ভ্রাম্যমাণ আদালতের অভি*যান
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারে ঈদগাঁও বাস-স্টেশনে যানজট নিরেসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ অভিযান চলাকালে অবৈধ পার্কিং ও অভারলোড এর অভিযোগে সিএনজি ও পিকআপকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঈদগাঁও উপজেলা ট্রাফিক পুলিশের টিআই সাইফুল ইসলাম, সার্জেন্ট শান্তময়সহ আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ঈদগাঁও বাস-স্টেশনের বিভিন্ন দোকানদারকে ফুটপাত দখল উচ্ছেদ, বাস কাউন্টারকে মহাসড়কের উপর গাড়ি পার্কিং বিষয়ে সতর্ক করা হয়। তাছাড়াও সিএনজি, মাইক্রোবাস, টমটম, ঈদগাঁও লাইন সার্বিসকে নির্ধারিত স্থান যাত্রী ওঠানামা করার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য- ঈদগাঁও বাস-স্টেশনে যানজট নিরেসনে অভিযান চলাকালে গাড়ি শূন্য দেখা গেলেও কিছুক্ষণ যেতে- না যেতে আবারো যানজট সৃষ্টি হয়। ফলে এ অভিযানের ফলাফল শূন্য বলে মনে করছেন সচেতন মহল। এদিকে স্থায়ী সামাধানের লক্ষে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করার অনুরোধ জানান তারা।