এস.এম জাহিদ হোসাইন, প্রভাতী বাংলাদেশ
গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা হাইওয়ে মহাসড়কের উপরেই পুলিশের নাকের ডগায় ফেলা হচ্ছে ময়লা যার কারণে হাইওয়ে রোড ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় ২৬,৭৭৭১৫ জন (২০২২ সালের আদমশুমারি অনুযায়ী) গাজীপুর সিটি কর্পোরেশন।
বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গুলোর মধ্যে একটি, যার আয়তন ৩২৯.৫৩ বর্গকিলোমিটার।২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশনের জনসংখ্যা ছিল ১৬,২৬,০৭৭ জন। ২০২২ সালের আদমশুমারিতে, এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৭৭,৭১৫ জন। গাজীপুর সিটি কর্পোরেশনে বর্তমানে ৫৭টি ওয়ার্ড রয়েছে।
এখানে রয়েছে হাজারো শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন মার্কেট শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য সরকারি অফিস আদালত।
যাদের প্রতিনিয়ত চলা-চলই হয় এই মহাসড়কের উপর দিয়ে আর সেখানেইপ্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এসব পরিবেশ দূষণ প্রতিনিয়তই হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরে এ বিষয়ে যোগাযোগ করলে তারা আমাদের সাংবাদিকদের জানান এটা সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশনে এ বিষয়ে জানতে চাইলে তারা জানা এটা পরিবেশ অধিদপ্তরের কাজ।পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন উভয়ের কেউই নিতে চাচ্ছে না এর দায়-দায়িত্ব প্রশাসন যেন নিশ্চুপ এ বিষয়ে।
গণমাধ্যম কর্মীদের তৎপরতায় সিটি কর্পোরেশন এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালে ও নেই কোন তার কার্যকারিতা সবশেষে যেন জন ভোগান্তির নেই কোন শেষ।গাড়ি চালকেরা পড়ছেন বিভ্রান্তিতে বিভিন্ন জায়গায় ময়লা ফেলার কারণে রাস্তার ভারসাম্য যে ভাবে নষ্ট হচ্ছে ঠিক তেমনি বিভিন্ন জায়গায় ময়লা ফেলায় রাস্তা নষ্ট হওয়ার কারণে আটকে যাচ্ছে বিভিন্ন মালবাহী ট্রাক ও লরি।
যাহা সিটি কর্পোরেশনের ক্যারেন দিয়েও তোলা অসম্ভব হয়ে পড়ে। যার কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। রোগ-বালাই মেডিকেলে বেড়েই চলছে, প্রতিনিয়তই হচ্ছে রোগীর ভিড়। ডাক্তারদের হিমসিম খেতে হচ্ছে, এসব রোগীর চিকিৎসা দিতে গিয়ে।
তাই গাজীপুরবাসী বর্তমান সরকার প্রধান, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ও প্রশাসনিক সুদৃষ্টি কামনা করছেন। যাহাতে খুব দ্রুতই এ সকল বীড়ম্বনা থেকে মুক্তি পেতে পারে এবং সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারে এ দাবি জানান।