রেলের জিএম'র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ
মিনারুল ইসলাম (পাবনা)
: বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহীর জেনারেল ম্যানেজার (জিএম) মো. ফরিদ আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের গেষ্ট হাউসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন বিআরইএল'র কেন্দ্রীয় সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মজুমদার, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, সিএসটিই (পশ্চিম), সিওপিএস (পশ্চিম), ডিইএন-২ (পাকশী), ডিসিও (পাকশী), বিআরইএল'র কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও পাকশী বিভাগীয় সভাপতি মো. আরিফুল ইসলাম সহ রেলওয়ের পশ্চিম অঞ্চল ও পাকশী রেলওয়ে ডিভিশনের বিভিন্ন বিভাগীয় প্রধান ও ডিভিশন এর প্রধানগণ।
সাক্ষাতকালে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণ, ঈশ্বরদী স্টেশন ও ঈশ্বরদী বাইপাস থেকে ঢাকাগামী ট্রেনের টিকেটের কোটা বৃদ্ধি করা, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী টু ঢাকা চালু, পাবনা থেকে ঢাকা পর্যন্ত নতুন ট্রেন পাবনা এক্সপ্রেস চালু করাসহ ঈশ্বরদী-আটঘরিয়া বাসীর বিভিন্ন জনকল্যানমুখী দাবী তুলে ধরেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
রেলওয়ের জিএম ফরিদ আহমেদ এসময় জামায়াত আমিরের কথা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত দাবীগুলো পূরণে তাঁর সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবেন বলে জামায়াত আমিরকে আশ্বস্ত করেন।