আরাফাত ভূঁইয়া জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ দুই কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিশুদের মা।
আজ বুধবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে ওই দুই শিশুর মা শান্তা বেগম দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় নিহত দুই শিশুর চাচা আলামিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে মামলার প্রেক্ষিতে নিহত দুই শিশুর মাকে আদালতে পাঠানো হয়। আদালতে ওই দুই শিশুর মা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দী গ্রামের দিন মজুর সোহাগ শেখের (২৮) সাথে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার (২৪) বিয়ে হয় । ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করে। যমজ কন্যা সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িত থাকলেও বেশ কয়কদিন আগে স্বামীর বাড়িতে আসে।
গত সোমবার (৭ জুলাই) রাত আটটার দিকে সোহাগের ঘর থেকে হট্টাগোলের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জানতে পারেন তাদের দুই কন্যা লামিয়া ও সামিহাকে ঘরের পেছনে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে লামিয়া ও সামিহাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ছুটে যান তাদের ওই দুই কন্যার বাবা সোহাগও। কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।