বগুড়া দুপচাঁচিয়া পূর্বের শত্রু*তার জেরে দুই গ্রুপের সং*ঘর্ষ আ*হত ২
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা পূর্বের শত্রুতার জেরে ধরে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষ আহত হয়েছে দুইজন ভাই । ০৮ জুলাই ২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ০২.৪৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন, বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা নলঘরিয়া গ্রামের নাজমুল হোসেন এর পুত্র ১। মোঃ জাকারিয়া হোসেন (২২), ২। মোঃ মাসুদ রানা (২৮)।
ঘটনা সূত্রে জানা যায়,অনুমান ০৩ (তিন) বছর পূর্বে বিবাদী ফয়েজ আলী পুত্র সাইদুল ইসলাম মেম্বারের (৪৫) মেয়ে মোছাঃ মুক্তি খাতুনের সাথে জাকারিয়ার বিবাহ হয়। পরবর্তীতে তাদের বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর হতে মোছাঃ মুক্তি তার পিতার বাড়িতে অবস্থান কালে জাকারিয়া পুনরায় তার সাথে যোগাযোগের চেষ্টা করে মর্মে বিবাদী মোঃ সাইদুল ইসলাম মেম্বার সন্দেহ প্রকাশ করেন। উক্ত বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সাইফুল হাসান মেম্বার ও ও তার ছেলে মুক্তার হোসেন (২৫) চাকু দিয়ে ভিকটিমদের এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ভিকটিম দ্বয়কে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । শারীরিক পরিস্থিতি অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ভাইদ্বয় বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক । স্থানীয়রা বলেন এ ঘটনায় একটি দুঃখজনক সন্দেহ করে এরকম সংঘর্ষ করা ঠিক হয়নি । আহতর পরিবার
এ বিষয়ে দুপচাঁচিয়া থানায় এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দাখিল করে নাই।