মোঃ শরিফুল জামান রিংকু জেলা প্রতিনিধি ঢাকা(দোহার-নবাবগন্জ)
ঢাকার নবাবগঞ্জ এ আগলা দক্ষিণ মাইলাইলে পলাশ ডাংগায়।
প্রায় ১৭ বছর ধরে বন্ধ এই স্কুল টা চালু করতে "মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের" উদ্যোগে এলাকাবাসি ও মিডিয়ার সাংবাদিক গন আপ্রান চেষ্টা করে যাচ্ছে, সাথে আছে অনেক প্রবাসীগন,সকলের সহোযোগিতা পেলে হয়তবা আবার স্কুল টা চালু হতে পারে তাই সকলের সহোযোগিতা প্রয়োজন,
শত শত মেধাবী ছাত্র ছাত্রী ও গরিব ও অসহায় কোমলমতি শিশুদের দিকে চিন্তা করে এই স্কুল টা চালু করতে স্থানীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (নবাবগন্জ)নিকট অনুরোধ। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকার নবাবগঞ্জে অবস্থিত মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে মেরামত কাজ চালু হইছে, পুনরায় স্কুলটি চালু করতে উদ্যোগ হাতে নেওয়া হয়েছে এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরুধ করছেন,মোঃ শরিফুল জামান ( প্রতিষ্ঠাতা ও সাবেক সফল সভাপতি)
মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন।