নগদ অর্থ ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন ভবানীপুর বেতবাড়ি প্রবাসী কল্যাণ সংঘ
মোঃ মাহবুবুল আলম ।উপজেলা প্রতিনিধি। ফুলবাড়িয়া ,ময়মনসিংহ।
গত ৬ই জুলাই ২০২৫ ইং তারিখে ভবানীপুর বেতবাড়ি প্রবাসী কল্যাণ সংঘের শুভ উদ্বোধনী ঘোষণা করা হয়।ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী ভবানীপুর বেতবাড়ি জামে মসজিদে সংগঠনটির শুভ উদ্বোধনী অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি জনাব ,বাবুল ইসলাম বাবু ,সাধারণ সম্পাদক কামরুল হাসান (তুষার) যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক , হাফিজা মাদ্রাসার সভাপতি, আমিনুল ইসলাম বাবলু মাস্টার ,মসজিদের সভাপতি সাহিদুর রহমান কাঞ্চন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ভবানীপুর দারোগা বাড়ি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় বেশ কয়েকটি কোরআন শরীফ ও নগদ অর্থ মাদ্রাসা কমিটির হাতে তুলে দেওয়া হয়। প্রবাসীদের এমন মহতী উদ্যোগে প্রশংসা করে বক্তব্য রাখেন মাদ্রাসা সভাপতি জনাব আমিনুল ইসলাম বাবলু মাস্টার এবং মসজিদের সভাপতি সাহিদুর রহমান কাঞ্চন। অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মুফতি মাওলানা মাহবুবুর রহমানের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।