নওগাঁর নিয়ামতপুরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র আল-কোরআন বিতরণ অনুষ্ঠান
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি,দৈনিক প্রভাতী বাংলাদেশ
পবিত্র কোরআন মুসলমানদের জন্য এক অপূর্ব জীবনদর্শন ও পথনির্দেশক গ্রন্থ। প্রতিটি মুসলমানের ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামী ফাউন্ডেশন নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই অংশ হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামে আয়োজিত হয় এক বিনামূল্যে পবিত্র আল-কোরআন বিতরণ অনুষ্ঠান, যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।এই মহতী আয়োজনের সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ মোহাক আলী, যিনি একজন প্রখ্যাত সমাজসেবক ও আলেম ব্যক্তি হিসেবে এলাকার মানুষের কাছে সুপরিচিত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ রাজ্জাক, যিনি বর্তমানে জেলা ইসলামী ফাউন্ডেশন, নওগাঁ-এর দায়িত্বে আছেন। তিনি তাঁর বক্তব্যে ইসলামী শিক্ষা প্রসারে কোরআন বিতরণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন,"পবিত্র আল কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী ফাউন্ডেশন সর্বস্তরের মানুষের মাঝে এই কোরআনের আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ, এবং দারাজপুর গ্রামের শতাধিক ধর্মপ্রান জনগনউপস্থিত ছিলেন।সভাপতি তাঁর বক্তব্যে বলেন,"আল্লাহর বাণী আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আজকের এই আয়োজন শুধু একটি বই বিতরণ নয়, বরং এটি হচ্ছে দ্বীনের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।"অনুষ্ঠানে বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের কোরআন অধ্যয়ন ও বাস্তব জীবনে তা অনুসরণের প্রতি গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলের মধ্যে বিনামূল্যে পবিত্র আল কোরআন শরীফ বিতরণ করা হয়। মুসল্লিগণ একে একে সারিবদ্ধভাবে কোরআন গ্রহণ করেন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।
এই আয়োজনটি শুধু একটি সাধারণ বিতরণ কর্মসূচি ছিল না; বরং এটি ছিল ধর্মীয় ঐক্য, সমাজের প্রতি দায়িত্ববোধ এবং আল্লাহর বাণীকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এক বাস্তব প্রয়াস। দারাজপুর গ্রামের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজনের আহ্বান জানায়।