নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকায় অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
চোরেরা মন্দির থেকে পূজার গঠ, স্বর্ণালংকার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এতে চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
স্থানীয় বাসিন্দা নন্দন ঘোষ জানান, সকালে জোনা বৈদ্যের বাড়ির মহিলারা পূজা দিতে এসে দেখতে পান মন্দিরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় পূজার গঠ, পূজার সরঞ্জামসহ সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এর আগেও দুই বছর আগে এমন চুরির ঘটনা ঘটেছিল।
তিনি আরও বলেন, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের কাজ করার সাহস না পায়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, মন্দিরে চুরির বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, পূজা-অর্চনার কেন্দ্রবিন্দু এমন ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা উদ্বেগজনক। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন তাঁরা।