সাখাওয়াত হাসান
দুর্গাপুর থানার বখতিয়ার পুর গ্রামে খাষ জমিতে বাড়ি করে প্রানের হুমকিতে পরেছে বলে জানান শাহাদত হোসেন পিতা মৃত আকবর আলী মো:শাহাদত হোসেন সাক্ষী গনকে সাথে নিয়ে বলেন যে একসময় জমিটি তার দাদার খতিয়ানি সম্পতি ছিল খাজনা না দেবার কারনে জমিটি সরকারি খাষ হয়ে যায়
পিতা: আজিত সরকার ( আবুল কালাম আজাদ) নামের লোকটি জমি জর করে দখল করে।
শাহাদত হোসেন সাক্ষী গনকে সাথে নিয়ে বলেন প্রায় ৩ বছর আগে সরকারি লোকজন আসে সরকারি ভাবে জমি দখল করে
কিছুদিন পর শাহাদত হোসেন ভূমি অফিসের নায়েব (তানভীরে) কাছে গিয়ে মুখীক ভাবে বাড়ি করার অনুমতি নেয় বলে জানান শাহাদত হোসেন এবং তার সাক্ষী ও এলাকাবাসী
শাহাদত হোসেন: বলেন আমি প্রায় ২ বছর যাবদ বাড়ি করে আছি —— (আজাদ) ২০-২৫ জন সস্ত্রাসি নিয়ে জমিতে থাকা আম গাছের সকল আম নামিয়ে নিয়ে যাই এবং ১ টি টিনের ঘর নিরমান করে অনুমানিক (২০-৩০) কলা কাছ কেটে ফেলে আমাকে বিভিন্ন ধারনের হুকি দেয় (আজাদ) বলে তুই বাড়ি থেকে বাহিরে বের হলে তোকে প্রানে শেষ করে দিব আজদ বলে তোকে ১ মাসের সময় দিলাম তুই এই বাগান থেকে বাড়ি ভেঙ্গে নিয়ে জাবি
শাহাদত হোসেন: বলেন আমি সাক্ষী গনকে সাথে নিয়ে এবং এলাকাবাসী সহযোগী তাই দুর্গাপুর থানাতে একটা যিডি করি এবং সাক্ষী গনকে সাথে নিয়ে ভূমি অফিসে গিয়ে এই বিষয়ে কথা বললে ভূমি অফিসার বলে আমরা এই বিষয় টা সরকারি ভাবে আইনের অয়তাই নিয়ব।
০৮/০৭/২০২৫ (মুঙ্গলবার) বেলা ৩:০০ ঘঠিকার সময় ভূমি অফিসের নায়েব ঘটনা ইস্তান পরিদশন করে তিনি এলাকাবাসীকে বলেন এই জমি টি সরকারি অয়াতাভুক্ত রয়েছে।
সাক্ষীগন বলে
১ রবিউল ইসলাম ২ লুৎফর সরকার ৩বারিক ৪ জাকারিয়া হোসেন বলেন ঘটনা ইস্তন পরিদশন করে দুর্গাপুর থানার (si সুরুজ সাহেব) সাক্ষীগন মুখ থেকে বিস্তর ঘটনা জানেন।