সফলতার অনন্য শিখরে আবদুল্ল্যাহ তোতা মিঞা।
মোঃ মাহবুবুল আলম। উপজেলা প্রতিনিধি। ফুলবাড়িয়া,ময়মনসিংহ।
যে প্রতিষ্ঠানে লেখাপড়ার হাতে খড়ি ,সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ “আবদুল্ল্যাহ তোতা মিঞা”। তিনি বর্তমানে ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ভবানীপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার” ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গত শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, বিকেল চারটায় একজন সহকারীকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি শিক্ষা ও অভিজ্ঞতার জুলি আজ পরিপূর্ণ। মেধা শ্রম ও নিরোলস প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।
শিক্ষাগত যোগ্যতা :
১৯৯৩ সালে দাখিল (প্রথম বিভাগে উত্তীর্ণ হন)।
১৯৯৫ সালে আলিম প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
২০০১ সালে অনার্স প্রথম বিভাগ।
চতুর্থ স্থান ।( কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়)
২০০২ সালে মাস্টার্স প্রথম বিভাগে চতুর্থ স্থান।
২০০৪ সালে তিনি “ভবানীপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসায়” আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কঠোর পরিশ্রমে বর্তমানে তিনি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি আশা করেন প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন দেশের বিভিন্ন অঙ্গনে অংশ নিতে পারে ।
বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করবে। সেই সাথে আগামী প্রজন্ম পরিবর্তনের স্লোগান নিয়ে এগিয়ে যাবে। এখানকার শিক্ষার্থীরা দেশ বরেণ্য শিক্ষাবিদ হিসেবে পরিচিত লাভ করবে। দেশ পরিচালনায় অনন্য ভূমিকা পালন করতে সক্ষম হবে। এই প্রতিষ্ঠান বিশ্বের বুকে সুশিক্ষার মডেল হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাবেন তিনি। এইজন্য এলাকাবাসী, শিক্ষার্থীদের অভিভাবক , শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।