রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
১৫ নং রশিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সোমবার ০৭ জুলাই ২০২৫ ইং রশিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব এডভোকেট জামিল হাসান তাপসের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রথম ম্যানেজিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব শফিউর রহমান শফি।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আবুল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আজহারুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভাপতি জনাব এডভোকেট মোঃ জামিল হাসান তাপস তার বক্তব্যে শিক্ষার পরিবেশ উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয়ের প্রতি রাজনৈতিক ও সামাজিক সকল শ্রেণির মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।
এই সভা বিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রমের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে এলাকাবাসী আশাবাদী…