আবারো সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালো একজন
মো: জহিরুল ইসলাম
নকলা – শেরপুর
শেরপুরের নকলাই বাইপাস এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে জায়গায় নিহত একজন।
এছাড়া আহত হয়েছেন পাঁচজন,
প্রত্যক্ষদর্শীরা জানান
০৭.০৭.২০২৫
আনুমানিক ১১.৩০থেকে ১২.০০ সময়
ঢাকা থেকে ছেড়ে আসা এবং শেরপুর থেকে ঢাকা গামি
বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।
সিএনজিতে থাকা যাত্রী গন সকলেই আহত হন এবং তার মধ্য থেকে একজন আট মাস বয়সের বাচ্চা জায়গায় মারা যান খবর নিয়ে জানা জায় এদের মধ্যে থেকে তিন জনের বাড়ি ফুলপুর উপজেলার শাহাপড়া গ্রামের এক ফ্যামিলির ৩ জন অন্যদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা।
আহতদের কে নাকলা সদর হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।