মাদারীপুরে ইয়া*বাসহ আ*টক এক নারী ও দুই যুবক।
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর জেলার রাজৈরে উপজেলায় ১৫০০ ইয়াবা নিয়ে এক নারী ও ২ যুবক আটক
রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর থেকে ১৫০০ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।শনিবার রাজৈর থানা পুলিশের অভিযানে আটক করা হয় তাদেরকে ও উদ্ধার করা হয় ইয়াবা।আটককৃতরা হল
রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্পা বেগম, নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে অনিক হাওলাদার, বাজিতপুর
গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসী, এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের নুরুজ্জামান ঘরামীর ছেলে সজীব ঘরামী।