পরশুরামের বটতলী বাজারে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের অফিস উদ্বোধন
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
৫ জুলাই (শনিবার) পরশুরামের মির্জানগর ইউনিয়নের বটতলী বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে।
সংগঠনটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে অফিসের কার্যক্রম শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল মতিনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে..
প্রধান অতিথি ছিলেন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব।
বিশেষ অতিথি ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, বিশিষ্ট ব্যাংকার ফরিদ উদ্দিন,বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম, সমাজসেবক জাফর চৌধুরী, ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম,
শান্তির প্রদীপ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সহ সভাপতি প্রবাসী ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক ফোরকান উদ্দিন।
প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠনটি
সমাজের অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা,স্বেচ্ছায় রক্তদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ,পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ,দুর্যোগ বা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোসহ সামাজিক সমস্যা সমাধানে কাজ করছে।