জিরানী বাজার কলতাসূতী মোল্লারবাগে মোঃ কিবরিয়া নামে এক মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন আ*ত্ম*হ*ত্যা জনিত অপ*মৃ*ত্যু হয় ।
ষ্টাফ রিপোর্টার : মো : সোহেল মিয়া
আশুলিয়ার জিরানী বাজার কলতাসূতী ( মোল্লার বাগ) এলাকায় গতরাতে হাজী আব্দুল করিমের বাড়ীর দক্ষিণ পশ্চিম কোনায় আম গাছের সাথে নিজের পড়নের প্যান্টের ব্যাল্ট পেচিঁয়ে আবু জাফরের ছেলে মোঃ কিবরিয়া-২৫ নামে একজন মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন আত্মহত্যা করেছে। সকালে স্কুল ছাত্ররা প্রাইভেট পড়তে যাওয়ার সময় আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
এলাকাবাসী জানায় ছেলেটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। গত ২/৩ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পদে পদে ঘুরে বেড়াতো এবং নিজের শরীর নিজেই কেটে কেটে যখম করত।
এব্যাপারে পুলিশের তদন্ত অফিসার এসআই জনাব আক্রাম হোসেন বলেন আমরা প্রাথমিক তদন্ত করে নিশ্চিত হয়েছি ছেলেটি আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও লাশের অবিভাবকের সুপারিশে লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়নি। এটি একটি আত্মহত্যা জনিত অপমৃত্যু।