প্রতিবেদন: পুলক শেখ, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ভালুকা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আজ রবিবার, ৬ জুলাই ২০২৫, ভালুকা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং জাসাস-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
ঘোষিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব রিপন। সহ-সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক মোঃ আবু হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাদিকুল ইসলাম ও মোঃ শোয়েব।
এছাড়া ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আলাউদ্দিন এবং সম্মানিত সদস্য হিসেবে আছেন সাকিব ডালি ও মোস্তাকিম মিয়া।
নেতৃবৃন্দ জানান, নবগঠিত কমিটি সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি জাসাস-এর সাংস্কৃতিক কার্যক্রমকে উপজেলা পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে কাজ করবে। তারা মনে করেন, সংগঠনের আদর্শ এবং জাতীয়তাবাদী মূল্যবোধকে সামনে রেখে আগামী দিনে আরও সচেতন, গতিশীল ও সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব হবে।
স্থানীয় পর্যবেক্ষকরা জানান, নতুন এই কমিটির মাধ্যমে ভালুকায় জাসাসের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে এবং সাংস্কৃতিক জাগরণে ভূমিকা রাখবে।