শান্তিগঞ্জের বীরগাঁওয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৫ জুলাই) বিকেল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী।
আরও বক্তব্য রাখেন এসআই মিজান আহমদ, নোবেল আহমদ, তুষার আহমদ ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জুবায়েল আহমদ প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে ওসি সকলের উদ্দেশ্য বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে নতুন উদ্যমে মাঠে কাজ করবে পুলিশ। আমরা কোনো উচ্ছৃঙ্খলতা প্রশ্রয় দেবো না। গুজবে কান দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।