1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ মা,দ,ক কারবারি আ,ট,ক নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর, রানীর বন্দরে ড্রাম ট্রাক মোটরসাইকেলে সড়ক দু,র্ঘট,না, নি,হ,ত ১ ,আ,হ,ত ১।

বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বং*স সহ পুলিশের সামনে মার*ধরের অভি*যোগ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বং*স সহ পুলিশের সামনে মার*ধরের অভি*যোগ

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসাইন

পটুয়াখালী বাউফল বাউফলে হান্নান ও পান্না গংদের বসতবাড়ির আঙিনার পুকুর পাড়ের বিপুল পরিমাণ বনজ গাছ ও পুকুর পাড় কেটে ধ্বংস সহ পুলিশ প্রশাসনের সামনে ভুক্তভোগী পরিবারদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (০৫ই জুলাই) সকাল ৯টার পরে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কর্পূরকাঠি গ্রামের হান্নান বয়াতির বাড়িতে।

সরেজমিনে ভূক্তভোগী পরিবার জানান, আমাদের এই বাড়ির জমিটা আজ থেকে ২০/২৫ বছর পূর্বে কবলা করে ভোগদখল সহ আজ থেকে ৬/৭ বছর পূর্বে ভিটি করে তাতে বাড়ি করে বসবাস করে আসছি। কিন্তু নেছার হাওলাদার গং কয়েকবছর আমাদের সাথে এই জমি নিয়ে ঝগড়া বিবাদ করলে স্থানীয় চেয়ারম্যান মনির মোল্লা মীমাংসা করে দেন। কিন্তু আজকে সকালে হঠাৎ করে নেছার হাওলাদারের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জনের মতো ভাড়াটিয়া লোকদের দিয়ে রাম দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আমার আঙ্গিনার পুকুর পাড়ের সব বনজ চারা গাছ কেটে ধ্বংস করে এবং পাড়টা কেটে ধ্বংস করে।

ভুক্তভোগী পরিবার আরও জানান, উপায়ান্তর না পেয়ে পুলিশ কে খবর দেই। পুলিশ আসলে তাদের সামনে আমাদের পুরুষ মহিলাদেরকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। আমরা ওই সন্ত্রাসীদের বিচার দাবি করছি।

এব্যাপারে জানতে চাইলে নেছার হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, যে জায়গা নিয়ে অভিযোগ উঠেছে তা আমাদের ওয়ারিশি সম্পত্তি। বিগত দিনে আওয়ামীলীগের নেতাদেরকে টাকার বিনিময়ে আমার সম্পত্তি তাদেরকে দখল করে দেয়। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে সালিশি বসানোর কথা থাকলেও তারা সালিসি প্রত্যাহার করেন। যাহার রোয়েদাদ আমাদের কাছে রয়েছে।

পুলিশের সামনে মারধরের বিষয়ে জানতে চাইলে নেছার হাওলাদার বলেন, তারা উত্তেজিত, ওরকম মারধর কিছুই না তবে কেউ ধাক্কা দিতে পারে।

নেছার হাওলাদারের নেতৃত্বে ইউনিয়ন শ্রমিকদল নেতা বশার সংঘবদ্ধ হয়ে আসার বিষয়ে জানতে চাইলে বলেন, আমরা দুই পক্ষ কে কাগজ নিয়ে বসার কথা বললে হান্নান গং বসতে রাজি না।

ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হাই ঘটনার বিষয়ে বলেন, ঘটনা যা-ই হোক তারা উভয়পক্ষ বসলে মানলে মীমাংসা করে দেওয়া যাবে।

এবিষয়ে ঘটনাস্থলে আসা বাউফল থানার এসআই মশিউর রহমান বলেন, ভুক্তভোগীরা আমাদের জানান যে তাদের গাছপালা ও পুকুরের পাড় কেটে ধ্বংস করছে নেছারের নেতৃত্বে লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ পূর্বক শালিসি মানানোর ব্যবস্থা করলে কেউ রাজি না। এমন সময় হাতাহাতির ঘটনা ঘটে। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট