বগুড়া ধুনটে নাবালিকাকে ধ*র্ষ*ণের চেষ্টার অভি*যোগ
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা ধুনট উপজেলা ১২ বছর বয়সে নাবালিকা কে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে ।
গত ৪ জুলাই২০২৫ সকাল 8 ঘটিকায় আসামি নিজ ঘরেএ ঘটনা ঘটে । অভিযুক্তকারী হলেন, বগুড়া জেলা ধুনট উপজেলা হিজলী গ্রামের মো: নবীর তালুকদার এর পুত্র মোঃ সুমন তালুকদার(২৬) । ঘটনা সূত্রে জানা যায়, একই থানা এবং গ্রামের মোঃজাহিদুল ইসলাম এর কন্যা মোছাঃ সুমাইয়া খাতুন (১২), সুমাইয়া ধুনট থানাধীন হিজলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রী, নিজ বাড়ি হতে প্রতিবেশী বিকাশের দোকানদার সুমন এর বাড়িতে বিকাশের টাকা উত্তোলন করার জন্য গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমন তালুকদার বলেন টাকা বের হচ্ছে । না বলে কৌশলে সুমাইয়া খাতুনকে ডাক দিয়ে উক্ত সুমন তালুকদার দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের বসতবাড়ীর স্বয়ং ঘরের মধ্যে সুমাইয়া খাতুন পরনের পায়জামা খুলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। সুমাইয়া খাতুন ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে উক্তদৌড়ে পালিয়ে যায় মর্মে বাদী এজাহারে উল্লেখ করেন। উক্ত বিষয়ে থানায় মামলা প্রক্রিয়া চলছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে মর্মে জানা যায়।