ফেনীর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কিশোর গ্যাং প্রধান ঢাকাতে গ্রেফ*তার।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
জুলাই – আগষ্টের ২০২৪ ইং আনন্দোনে ফেনী মহিপালে ছাত্র- জনতার উপর হামলা কারী রবিন (ওরফে সিন্নি রবিন)ও গ-ণ- হ-ত্যা কারী ঢাকায় গ্রেফতার হয়েছে। রবিন ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফেনী নাজির রোড় এর কিশোর গ্যাং এর প্রধান ছিল।ফেনীর ছাত্র হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।এ রবিন ওরফে ( সিন্নি রবিন) অবৈধ অস্ত্র ছিল।রিভার বার,এ কে ৪৭ রাইফেল ও তার কাছে ছিল।রবিনের অত্যাচারে ফেনীর নাজির রোড়,শান্তি কোম্পানি রোড়,মিজান রোড়,এর মানুষ অতিষ্ঠ ছিল।তার মাধ্যমে ফেনীর কিশোর গ্যাং তৈরী হয়। আজও সে কিশোর গ্যাং এর অত্যাচারে ফেনীর শহরের স্কুল- কলেজ গামী ছেলে- মেয়েদের অভিভাবক চিন্তিত থাকেন তাদের সন্তানদের নিয়ে কখন না জানি কিশোর গ্যাং এর হাতে নিজ সন্তানের লাশ হয়ে ফেরে আসে।