ফুলগাজীতে মাদক বিরোধী সমাবেশ ও ফুটবল উপহার
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফুলগাজীর করইয়া কালিকাপুরে এলাকাবাসীর উদ্যোগে ৪ জুলাই (শুক্রবার) মাস্টার আব্দুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হলো এক মাদক বিরোধী সমাবেশ ও ফুটবল বিতরণ অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন করইয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার কৃতি সন্তান মোঃ রফিকুল বারী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ফেনী ১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এসএম কামাল উদ্দিন,
বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম ও ফুলগাজি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ফুলগাজী সদর উপজেলার আমীর আবুল কালাম শামীম, ইকবাল হোসেন, দাউদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন সমাজের অন্যতম ভয়াবহ ব্যাধি ও মরন ক্যান্সার হলো মাদক। এই মরণব্যাধির করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রয়োজন সচেতনতা ও বিকল্প বিনোদনের সুযোগ সুবিধা রয়েছে এবং সামাজিকভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আর তাই মাদককে না বলি — খেলাধুলাকে হ্যাঁ বলি।
বক্তারা আরো বলেন মাদক বিক্রি ও মাদক সেবনের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল উপহার প্রদান করা হয় — যাতে তারা সুস্থ, সৃজনশীল ও মানবিক জীবন গঠনে অগ্রসর হতে পারে।