ফুলগাজীতে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলগাজী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই (শুক্রবার) কর্মসূচির উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এডভোকেট এসএম কামাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল কালাম শামীম। এতে আরও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই, পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জামায়াতে ইসলামীর এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।