পাইকগাছায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে একই পরিবারের ৫জনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট।
আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
পাইকগাছায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে একই পরিবারের ৫জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার সহ নগদ দেড় লাখ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার লস্করের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার পরিবারের ৫ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে পরবর্তী যেকোনো সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দেয়। পরে পরিবারের তিন জনসহ অপর আরো দু’জন মেহমান ঐ খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন তারা।
এ সুযোগে দূবৃত্তরা রাতের যেকোন সময় বাড়িতে ঢুকে ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। এসময় তারা জমির দলিল এবং ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় বলেও জানান তারা।
শুক্রবার চেতনা ফিরে বাড়ির লোকজন দেখেন যে, বাড়ির গেট ও ঘরের বাক্স ভাঙ্গা। পরে তারা বাক্সে গিয়ে দেখেন সেখানে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দলিলাদি নেই।
ঘটনার শিকার মোঃ ইলিয়াস গাজী ও তার স্ত্রী নাছিমা আক্তার, বাড়ির কাজের লোক জাহানারাসহ অপর দু’মেহমান উপজেলার রাড়ুলীর চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অজানা পয়জন খাওয়ায় তারা ৫ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। বর্তমানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করছি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন তারা।
এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।