পত্নীতলায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সম্মেলনে সভাপতি মোরশেদ সম্পাদক শরিফুল
মোঃ সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে খিরশিন এসকে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলম কে সভাপতি এবং আকবরপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার ( ৫জুলাই) বিকালে আকবরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির আয়োজনে কমিটির আহ্বায়ক ও চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, থানা বিএনপির সাবেক আহবায়ক আক্কাস আলী , যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, সিনিয়র যুগ্ম আহবায়ক বাইজিদ রায়হান শাহীন, পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, বিএনপি নেতা সাদিকুল বারী, নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।