1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, মামলায় ১০ দিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ মহিপালে সেনাবাহিনীর যৌথ অভি*যানে ১০৫ লিটার বাংলা ম*দ উ*দ্ধার ও একজন গ্রেফ*তার। পরশুরামের বটতলী বাজারে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের অফিস উদ্বোধন মৌলভীবাজার পৌরসভার দের শহস্রাধিক উপকারভোগীর মাঝে জিআর চাল বিতরণ কোম্পানীগঞ্জের বাগজুর থেকে পুটামারা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ত্যাগের মাধ্যমে পবিত্র আশুরা উদযাপনের আহ্বান বিএনপি নেতা মহসিন মিয়া মধুর নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুঃ- মুন্সিগঞ্জে আবারো মেঘনার পাড়ে জনতা, বালুকাটা বন্ধের দাবিতে মানববন্ধন জাসাস ভালুকা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন, স্মৃতিসৌধে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি উদযাপন সবজি বাগানে গাঁজার চাষ, আটক ১

বাবা-স্বামীর চু*রির লজ্জা, ফাঁ*স নিল ১৪ বছরের সুমাইয়া—এক নিষ্পাপ প্রাণের আত্মাহুতি

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বাবা-স্বামীর চু*রির লজ্জা, ফাঁ*স নিল ১৪ বছরের সুমাইয়া—এক নিষ্পাপ প্রাণের আত্মাহুতি

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

নাটোর, ৪ জুলাই ২০২৫

রাতের আঁধারে চুরি করল স্বামী ও শ্বশুর, সকালে জানাজানি হলো গোটা গ্রামে, আর দিনের আলো ফোটার আগেই অপমান-অভিমান সইতে না পেরে প্রাণ দিল ১৪ বছরের এক কিশোরী—সুমাইয়া খাতুন।

ঘটনাটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দ্বারিকুশী বাবুপাড়া গ্রামে।

জানা গেছে, গত ২১ মে গভীর রাতে পাশের চন্ডিপুর গ্রামের বাসিন্দা মোঃ মাহবুব হোসেনের পুকুর থেকে মাছ চুরি করে আনেন সুমাইয়ার স্বামী মোঃ সুরুজ মণ্ডল ও শ্বশুর মোঃ আব্দুল করিম। সকালে বিষয়টি জানাজানি হলে গ্রামজুড়ে রটে যায় ঘটনার খবর। পুকুর মালিক মাহবুব হোসেন স্থানীয়দের নিয়ে সুরুজের বাড়িতে গিয়ে চুরিকৃত মাছ জব্দ করেন।

এই অপমান ও সামাজিক চাপে ভেঙে পড়ে সুমাইয়া। সকাল সাড়ে দশটার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

সেদিনই ঘটনাটি ‘অপমৃত্যু’ হিসেবে থানায় নথিভুক্ত হয়। কিন্তু ঘটনার প্রায় এক মাস পরে, সুমাইয়ার স্বামী সুরুজ ও তার শ্বশুর পুকুর মালিক মাহবুব হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

অন্যদিকে, সুমাইয়ার বাবা করিমও নিজের জামাই সুরুজ ও একই পুকুর মালিক মাহবুবের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। তবে এলাকাবাসীর দাবি, করিম নিজেও মাছ চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

সুরুজের পরিবারের একাংশও তার অপকর্মের বিষয় স্বীকার করে নিচ্ছেন। তার চাচা মোঃ ফজলু, চাচাতো ভাই মোঃ সেলিম, জেঠাতো ভাই মোঃ রুবেল ও প্রতিবেশী মোঃ সাহিন বলেন,
“সুরুজ অনেক দিন ধরেই চুরির সঙ্গে জড়িত। আমরা বহুবার বুঝিয়েছি, সে ফেরেনি। সেদিন পুকুর থেকে ধরা মাছ তার হাতেই ছিল। তার কারণেই এক নিষ্পাপ প্রাণ চলে গেল। আমরা চাই সঠিক বিচার হোক।”

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন,
“একাধিক পক্ষ মামলা করেছে। সবগুলো অভিযোগ তদন্তাধীন। সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

একটি মাছ চুরির ঘটনা আজ夺ে ফেলেছে একটি কিশোরী প্রাণ। সুমাইয়া কোনো অপরাধ করেনি, তবু তাকে মরতে হলো স্বামী ও বাবার পাপ ঢাকতে গিয়ে।
এই মৃত্যু শুধু এক মেয়ের নয়—এটি সমাজের আত্মাকে নাড়িয়ে দেওয়া এক অঘোষিত রায়:
অপরাধ যদি পরিবারে জন্ম নেয়, শাস্তি পায় সেই পরিবারের নিষ্পাপ সন্তানরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট