বিশেষ প্রতিবেদন
আসসালামু ওয়ালাইকুম, ময়মনসিংহের ঈশ্বেরগঞ্জ আঠারো বাড়ি একজন অসহায় রোগী মোঃ হাদিস
আমার এই অসুস্থ ভাইয়ের জন্য যে যা পারেন আর্থিকভাবে সাহায্য করবেন এবং দোয়া করবেন।আর যারা যারা এখন এই নিউজ টি দেখছেন সবাই নিউজ টি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনার এই শেয়ার এর মাধ্যমে এই ভাইটির জন্য চিকিৎসার জন্য উপকার হবে। মোঃ হাদিস বয়স ২৫ দুই টি কিডনি নষ্ট হয়ে গেছে পেটের প্রচন্ড ব্যাথায়, হাটতে বসতে ঘুমাতে পারেন না ঠিকমত, এখন ডাক্তার বলেছেন জরুরি ভাবে অপারেশন করার জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দিন ধরে ভর্তি রয়েছেন, ঔষধের খরচ, চিকিৎসা, পরীক্ষা করার কোন সামর্থ নেই, মোঃ হাদিস এর বাবা ও ছোট ভাই
দুজন অটো রিক্সা চালিয়ে তার চিকিৎসার টাকা জোগাড় করতে হয় ও তাদের পরিবারে ৫ জন সদস্য, খাবার ও ঔষুধের টাকা জোগাড় করে দুটি ভাড়া অটোরিকশা চালিয়ে, আর অপারেশন করতে পারেনি শেষ পর্যন্ত মাথা গুজার ঠাই ছিল একটি গড় সেটিও বিক্রি করতে হয় । কমপক্ষে এই নিউজটি সবাই নিজ দায়িত্বে শেয়ার করুন 🙏
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:01968525877