বিভিন্ন নির্বাচনী এলাকায় ময়মনসিংহ-৯ আসনে জামায়াতের প্রার্থী বিডিপি চেয়ারম্যান চাঁন।
হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আ্যাডভোকেট একে এম আনোয়রুল ইসলাম চাঁন। দেখা যায় যে বিভিন্ন নির্বাচনী এলাকায় গনসংযোগে তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রাথী ঘোষণা করার পর পরেই বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসংযোগে উপস্তিতি হচ্ছেন তিনি। আজ (৩ জুলাই) রোজ বৃহস্পতিবার নিবাচনী এলাকা রাজগাতী ইউনিয়নের বনাডি বাজার, কয়রাটি বাজার, সুনামগঞ্জ বাজার ও সুসুংগার পার জনসংযোগ ও পথ সভায় নির্বাচনী প্রচারণা করেন। দেখা যায় উক্ত জণসংযোগ শত শত মানুষের সমাহার। তিনি বিভিন্ন দিক পরিদর্শনের মাধ্যমে প্রতিটি দোকানদার, সাধারণ মানুষ, ডাইভার, যাত্রী সবার মাঝেই ঘরে তোলেন জনসংযোগ।
স্থানীয়রা জানায়, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনের মাধ্যমে গড়ে তোলা যাবে একটি সুন্দর নান্দাইল। এছাড়াও স্থানীয়রা আরো বলেন তার মাধ্যমেই সন্ত্রাস, চাঁদাবাজ, চিন্তা কারি, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন রোধ করা যাবে। এমনকি তিনি হবেন আগামী নান্দাইলের সংসদ সদস্য।
স্থানীয়রা আরো জানান, একে এম আনোয়ারুল ইসলাম চান এর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চারআনিপাড়া গ্রামে। তিনি সমাজসেবক মৃত এ এফএম ইসহাকের চতুর্থ সন্তান।
এছাড়াও তিনি ২০২২ সালের ১ মার্চ গঠন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন পাওয়ার পর এই দলের চেয়ারম্যান নির্বাচিত হয়ে কর্মকাণ্ড শুরু করেন।
দলের প্রতীক ফুলকপি।
তিনি নান্দাইলের সমূর্ত জাহান মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি। এ অবস্থায় একজন সৎ ও স্বজ্জন ব্যক্তি হিসাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিং-৯ নান্দাইল আসন থেকে বাংলাদেশ ডেভোলপমেন্ট পার্টি চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। কিন্তু জাতীয় রাজনীতির ঐক্যের ভিক্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নেয় তাঁদের সমর্থিত হয়ে নির্বাচন করার।
এ দিকে প্রার্থীর নাম ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। আগেভাগেই নাম ঘোষণা করায় জনসাধারণ ও বিভিন্ন মহলে প্রশংসনীয় আলোচনা শুরু হয়েছে।