বগুড়া শেরপুর উপজেলায় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোঃ আল- মামুন বগুড়া (শেরপুর )প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলায় বাংলাদেশ হিন্দু মহাজোট শেরপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করা হয়।
০৪-০৭-২০২৫ খ্রিঃ সকাল ১১.১৫ ঘটিকার শেরপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় । মানববন্ধনে বক্তারা বলেন, সংসদের সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী বিদ্যুৎ সরকার বলেন, মুরাদনগর -কুমিল্লা গণ ধর্ষন, খিলক্ষেত মন্দির, চাঁদাবাজি, ভূমি দখল, খুন,হত্যা, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে । যারা এদের সাথে জড়িত তাদেরকে আইনে আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন,
অ্যাডঃ সৌদীপ্ত কুমার দাস, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি। শ্রী অশোক কুমার কুন্ডু, সদস্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি এবংবাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শ্রী অনিমেষ রায়, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া শেরপুর উপজেলার হিন্দু মহাজোট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজন মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন। বিশৃঙ্খলা এড়াতে
শেরপুর থানা/পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।