বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উ*দ্ধার দেশীয় অ*স্ত্র সহ গ্রে*প্তার ৪
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার ও কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ।
০৪ জুলাই ২০২৫ বগুড়া শহরের মালতিনগর এলাকায় এক নাটকীয় অভিযানে অপহৃত ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। এই অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অবৈধ সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মালতিনগর এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাং অপহরণ করে তিন ছাত্রকে। এরপর তারা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে, যার পরিপ্রেক্ষিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। মালতিনগরে গভীর রাতের এ অভিযান ছিল পরিকল্পিত ও নির্ভুল।
অভিযানে গ্রেফতার হওয়া চার কিশোর গ্যাং সদস্য হলেন:১. মো. আবির হোসেন বিদ্যুৎ (২৭) ২. ওয়াজ মন্ডল (৩৬) ৩.মো. মাসুম আলম নায়েম (২৭) ৪.মো. মেহেদী হাসান (২৩) তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:৭টি দেশীয় অস্ত্র,১৩টি সিম কার্ড,৩টি ফাঁকা,স্ট্যাম্প পেপার,একটি ২৭ লক্ষ ৫০ হাজারটাকার চেক,একটি কম্পিউটার সেট,বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল,গাঁজা ও ইয়াবা সেবনের উপকরণ গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামতগুলো বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই সফল অভিযানের জন্য স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি প্রশংসায় ভাসছে । তারা বলেন, সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপে নিরাপত্তা ফিরে এসেছে বগুড়ায় ।