নরুন্দি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি ও সমমানের (বিএম) পরীক্ষা সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
বৃহস্পতিবার ৩ জুলাই জামালপুর সদর উপজেলার নরুন্দি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি ও সমমানের (বিএম) পরীক্ষা সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে জেনারেল পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ৪৯৫ জন এবং অনুউপস্থিত ১২জন। সর্বমোট পরীক্ষার্থী ৫০৭ জন। এই পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন জনাব মোঃ খায়রুল আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা, জামালপুর ।
বিএম শাখার পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৪২৮ জন। উপস্থিত ছিলেন ৪২৬ জন এবং অনুউপস্থিত ছিলেন ০২ জন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন জনাব মোঃ কাজী মঞ্জুর মোরশেদ, অধ্যক্ষ নরুন্দি স্কুল এন্ড কলেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন জনাব মোঃ আব্দুল মান্নান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, জামালপুর।
পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি.....