গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘট*নায় দুই আরোহী নি*হত
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মধ্যবাউশিয়া বাসষ্ট্যান্ডে যাত্রী বাহী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান(৩১) ও চালক মুন্না (২৮) নামের দুই যুবক নিহত হয়েছেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শওকত হোসেন।
পুলিশ ,প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জনা যায়, আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী তিসা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব ১২-১৭৪৯)দ্রুতগতিতে মহাসড়কের উল্লিখিত স্থান অতিক্রমের সময় একইদিকে অভিমুখী মোটর সাইকেলকে(ঢাকা মেট্রো-ল ৫৬-২৭২৭) চাপা দিলে ঘটনাস্থলে মোটর বাইক আরোহী মেহেদী হাসান ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক কামরুর নাহার মোটর বাইকের চালক মুন্নাকে মৃত ঘোষনা করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এসআই শিশির জানান,দুর্ঘটনা কবলিত মোটর বাইক ও বাসটি পুলিশ জব্দ করেছে।
নিহত দুজনের মরদেহ পুলিশ ফাড়িতে রয়েছে, তাদের বাড়ি চাঁদপুর জেলায় বলে পুলিশ জানিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।