ক্রিড়াই শক্তি ক্রিড়াই জাতীর মনোবল কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে লেমুয়া স্কায়ার স্পোর্টস ক্লাব।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী সদর ৯ নং লেমুয়া ইউনিয়ন ক্রিড়াই শক্তি ক্রিড়াই জাতীর মনোবল এ স্লোগান কে সামনে রেখে, ২০০৯ সালে প্রতিষ্টিত হয় লেমুয়া ক্রিকেট ক্লাব স্কায়ার স্পোর্টস। ক্লাবটির কর্ণধার আবদুল্লাহ আল মামুন। ইন্টারন্যাশনাল ক্রিকেট ধারা অনুযায়ী প্রশিক্ষন দেওয়া হয়। ফেনী জেলা শহরের পর ইউনিয়ন ভিত্তিক একটি মাত্র ক্রিকেট ক্লাব রয়েছে সেটি হলো স্কয়ার স্পোর্টিং ক্রিকেট ক্লাব।বর্তমানে লেমুয়া ইউনিয়ন পরিষদের পাশে অস্হায়ী ভবণ,এ ক্লাবের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা হয় এবং লেমুয়া দাখিল মাদরাসা ও লেমুয়া উচচ বিদ্যালয়ের মাঠে ক্রিড়া প্রশিক্ষণ দেওয়া হয়।বর্তমানে ক্লাবটির সভাপতি আকবর হোসেন রুপক ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন – সোহাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। নিজস্ব কোচ দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়।স্কয়ার স্পোর্টিং ক্লাব এর খেলোয়াড় এর সংখ্যা ১৮২ জন।খেলোয়াড়দের মাসিক চাঁদা ও সভাপতি, সম্পাদক ও আবদুল্লাহ আল মামুন এর সর্বোচচ চেষ্টায় এ ক্লাবের যাবতীয় কিছু ম্যান্টেন হয়।ক্লাবটি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৯২টি ট্রপি অর্জন করে এ সুনামধন্য ক্লাব।
ছ
যার মধ্যে উল্লেখ যোগ্য ছিল ফেনী জেলা ২য় বিভাগ ক্রিকেট লীগ (২০১৮) চ্যাম্পিয়ন ও সর্বশেষ ১ম বিভাগ ক্রিকেট লীগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন।
বর্তমানে এ ক্লাবের অনেক সদস্য দেশের বিভিন্ন বয়স ভিত্তিক টিমে চান্স পেয়ে, আগামীর জন্য লডে যাচ্ছে। পাশাপাশি এই ক্লাবের ক্রিকেট ছাড়া ও রয়েছে কয়েকটি দাতব্য সংস্হা, যার মাধ্যমে ক্লাবের সদস্যরা নানাভাবে সামাজিক কাজ করে থাকে।স্কুল মাদরাসার শিক্ষার্থীরা শিক্ষায় মনোনিবেশ ঘটাতে,কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন।এ ক্লাবের সকল দিক নির্দেশনায় যার জীবনের অর্ধেক সময় ব্যয় করেছে সে হলো আবদুল্লাহ আল মামুন।
লেমুয়া ইউনিয়ন স্কয়ার ক্রিকেট ক্লাব টিকে যদি সরকারী ভাবে আর্থিক সহযোগিতা করে তা হলে এ ক্লাব থেকে অনেক বড় মাপের ক্রিকেট খেলোয়াড় তৈরী হয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলে, দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।