আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মিনারুল ইসলাম (পাবনা): আটঘরিয়ায় জামায়াতের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪জুলাই শুক্রবার (১১ ঘটিকায়) দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং নিজ হাতে উপকার ভোগীদের মাঝে খাবার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মাওলানা জহুরুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম
সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসউদ।
এই উদ্যোগে পাঁচ শতাধিকের বেশি অসহায় পরিবার উপকৃত হয়। বক্তারা জানান, জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং থাকবে। ইনশা আল্লাহ