১২ ই জুলাই সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকা আবার প্রকাশিত হতে যাচ্ছে।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
সাপ্তাহিক ফেনীর সংবাদ পত্রিকা আাগামী ১২ই জুলাই থেকে আবার প্রকাশিত হতে যাচ্ছে। নানান চড়াই উৎরাই পেরিশে সাপ্তাহিক ফেনী সংবাদ পঁয়ত্রিশে পদার্পন করতে যাচ্ছে। নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে পত্রিকা বাজারে আসছে।তা নিয়ে পত্রিকা অফিসে চলছে কর্মযঞ্জ। পত্রিকার সম্পাদক শাহ মাচুম বিল্লাহর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন পত্রিকার প্রকাশক, বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক একে এম আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি,ও এম আরিফুর রহমান,দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক ও বনিক বর্তার জেলা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার ও পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিত।