ফুলগাজীতে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত,
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফুলগাজীর উত্তর বরইয়া গ্রামের কাঁচা রাস্তাটি ২৪ পরবর্তী ভয়াবহ বন্যার কারণে মুহরি নদীর বেরিবাদ বাঙ্গন মেরামতের জন্য মাটি কেরিং করায় রাস্তাটির বেহাল দশা চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
সদর ইউনিয়ন জামাতের উদ্যোগে উত্তর বরইয়া গ্রামে ১ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায।
ফুলগাজী সদর জামাতে ইসলামী বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) আমির আবুল কালাম শামীম বলেন খবর পেয়ে আমরা ফুলগাজী বড়ইয়া গ্রামের রাস্তাটি পরিদর্শন করে দেখি চলাচলে জনদুর্ভোগ তাই আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি পরিষ্কার করে দিই।
স্থানীয় বাসিন্দারা বলেন জামাতে ইসলামের নেতা কর্মীরা রাস্তাটি পরিষ্কার করে দিয়েছে, এলাকাবাসীর পক্ষ থেকে জামাতে ইসলামের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।