হেলাল উদ্দিন উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী (শেরপুর),
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামে ছয় বছর বয়সী এক শিশুকন্যা লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শিশুটি বাড়ির পাশেই এক সহপাঠীর সঙ্গে খেলছিল। ওই সময় স্থানীয় যুবক আতিকুর রহমান (২৫) কৌশলে শিশুদের ডেকে নেয়। পরে খাবারের লোভ দেখিয়ে এক শিশুকে দূরে রেখে অন্য শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
শিশুটি অসুস্থ অবস্থায় কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর রাতে শিশুটির মা নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, "ঘটনার পর আহত শিশুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।"
এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।