নওগাঁ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাহমুদুস সালেহীন-এর নেতৃত্বে নবাগত ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি,দৈনিক প্রভাতী বাংলাদেশ
৪৬,নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহমুদুস সালেহীন সম্প্রতি নিয়ামতপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।সাক্ষাতে তার সঙ্গে ছিলেন জনাব ডাঃ মোঃ আয়নুল হক,জনাব মোঃ হাসানুজ্জামান (বাবু) এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষাবিদ ও সুধী সমাজের প্রতিনিধিরা।সাক্ষাতের শুরুতে নবাগত ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব সালেহীন। এ সময় তিনি বলেন,“নিয়ামতপুরে নবাগত ইউএনও মহোদয়ের আগমন উন্নয়নের একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে আমরা আশাবাদী। প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব একসাথে কাজ করলে জনসেবার মান বাড়বে।সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় জনগণের বাস্তব সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ এবং যুব উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়।শিক্ষা খাতে শিক্ষকের ঘাটতি, বিদ্যালয়-মাদ্রাসার ভবন সংকট ও ঝরে পড়া শিক্ষার্থীর হার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।স্বাস্থ্যখাতে ডাক্তার ও নার্সের সংকট, ওষুধের স্বল্পতা ও জরুরি চিকিৎসা সেবার ঘাটতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করা হয়।যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন ও গ্রামীণ রাস্তার বেহাল দশা, কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং বর্ষায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।কৃষি খাতে প্রণোদনার স্বচ্ছ বণ্টন, কৃষি ঋণের সহজলভ্যতা এবং কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার আহ্বান জানানো হয়।যুব সমাজের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সহায়তা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশাসনের পৃষ্ঠপোষকতার দাবি উঠে আসে।নবাগত ইউএনও মুর্শিদা খাতুন মহোদয় উপস্থিত সকল নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের আন্তরিকতা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,“আমি চেষ্টা করব নিয়ামতপুর উপজেলায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের কাছে সহজপ্রাপ্য প্রশাসন গড়ে তুলতে। দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করলে আমাদের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।”তিনি আরও জানান, উপজেলা প্রশাসন সব সময় জনবান্ধব উন্নয়নে বিশ্বাসী এবং সবার অংশগ্রহণে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে প্রস্তুত।এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বিএনপি মনোনয়নপ্রত্যাশী জনাব মাহমুদুস সালেহীন-এর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সকল মহলে।জনগণের জীবনমান উন্নয়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব যদি একসাথে কাজ করে, তাহলে নিয়ামতপুর উপজেলায় কাঙ্ক্ষিত পরিবর্তন খুব শীঘ্রই দেখা যাবে—এমনটাই প্রত্যাশা করছেন উপজেলার সাধারণ মানুষ।