মোঃ নুর উদ্দিন, জেলা প্রতিনিধি নোয়াখালী।
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
০১ জুলাই (মঙ্গলবার) বাদে মাগরিব উপজেলার চরবাটা খাসের হাটে জামায়াত নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মজলিসে শূরা সদস্য ও সুবর্ণচর উপজেলা আমীর মাওঃ জামাল উদ্দিন।
দোয়া অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জামান উল্লাহ মুকুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুবর্ণচর উপজেলা শাখা সভাপতি মাওলানা সিফাত উল্লাহ, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ দিদারুল আলম,চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতীব মাওঃ আহসান উল্যাহ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের রক্ত যাতে বৃথা না যায় এবং স্মরণীয় জুলাই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি উদাত্ব আহবান জানান।