এম. এ. ফারুকী, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পদের হিসাব চেয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাকির হোসেনের বাসভবনে গিয়ে এই নোটিশ প্রদান করেন দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা, পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ) ও কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর নামে দুদকের পরিচালক মো. বেনজির আহম্মদ (পরিচালক, অনুসন্ধান ও তদন্ত-৩) স্বাক্ষরিত তিনটি পৃথক নোটিশ বাসার গেটের সামনে টানিয়ে দেওয়া হয়েছে।
দুদকের পাঠানো নোটিশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬(১) অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ছকে আগা