বাবাকে খু*নের চেষ্টার বিচার চেয়ে বড়াইগ্রামে সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আজাদুল ইসলাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত মোঃ আলহাজ্ব মুরাদ আলী ওরফে কালু হাজির ছেলে মোঃ আব্দুল হাই জানান,
> “৩০ জুন সকালে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ শুরু করে। বাধা দিলে তারা আমার বাবার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি। আমার ভাই, ভাবি ও মাকেও মারধর করে আহত করে।”
তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তথ্যসূত্রে স্থানীয়রা জানান, অভিযুক্ত নুহুর বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বড়াইগ্রামের লক্ষ্মীকোলে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চায়।