মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা সদর উপজেলায় ভুয়া প্রেসক্রিপশন, ভূয়া ডিগ্রিধারী ডাক্তার দ্বারা চিকিৎসা ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সামনে ছিলিমপুর । ০২ জুলাই ২০২৫ খ্রিঃ, দুপুর ১২:০০ ঘটিকা থেকে ০২:৩০ ঘটিকা পর্যন্ত এই যৌথ অভিযান চালানো হয় ।গোপন অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে বিএ-১১৪০৫ ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার আকাশ, ৪০ বীর, আর্মি ক্যাম্প-২ এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, এমবিবিএস ডিগ্রিধারী ডা. এস কে সাজেদুল আলম নিজের পরিচয়ে ভুয়া ডিগ্রি সংযুক্ত করে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারায় তাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের জেল দিয়েছে মোবাইল কোর্ট। এছাড়া বিভিন্ন অনিয়ম, ভুয়া প্রেসক্রিপশন এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও প্রতারণামূলক অনিয়মের প্রমাণ পাওয়ায় আইনানুগ জরিমানা আরোপ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগীদের অধিকার রক্ষায় বগুড়া জেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে। এ ধরন প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।