মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
প্রভাতী আমার ভরসার হাত
প্রভাতী অতি আপন জন
প্রভাতীর প্রতি ভালোবাসার
অতি রক্তের বাঁধন।
প্রভাতী হলো সুখ-দুঃখের সাঁথী।
এগিয়ে পথচলা।
প্রভাতী হলো বন্দুর মন খারাপ।
হাঁসি কথা চলা।
প্রভাতী হলো গল্প করা এক হাতিয়ার।
প্রভাতী হলো মাঠে ময়দানে, অফিস – আদালতে, চা -য়ের আড্ডায়।
প্রভাতী হলো নানান রং- এ মেলা।
দিন কেটে যায় প্রভাতী খিঁল খিঁলিয়ে হাঁসে
প্রভাতী হলো স্বার্থ ছাড়া
দারুন এক সকাল বেলা।
প্রভাতী হলো মুক্ত মনা এক সংবাদ মাধ্যম,
নেই কোন তার ঝুড়ি।
প্রভাতী আমার চেতনা প্রভাতী আমার অনুপ্রেরণা যার নাই কোন তুলনা। জয় হোক দৈনিক প্রভাতী বাংলাদেশ।