1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

নিশব্দতা        মোঃ দোয়েল আহম্মেদ 

মোঃ দোয়েল আহম্মেদ, বাগমারা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিশব্দতা

মোঃ দোয়েল আহম্মেদ ”

 

জয় কালো এ জীবনে বার বার ভেঙেছি…

আবার বহু বার গড়ে উঠেছি।

জীবন গড়ার মাঝে যে শিক্ষা পেয়েছি,

নিরবতার ভাষায় সেটা বার বার পড়েছি।

পরিপূর্ণ এ সুন্দর দুনিয়ায়…

নিজেকে খুঁজে পেতে বেশি বোঝাপড়া বলে ভেবেছি।

ক্লান্ত রাতে যখন নিজেকেই দেখতে দেখেছি…

একাকিত্ব কেঁদে উঠেছে সাচ্চা হিসেবেই খুঁজেছি।

কখনো কখনো অনুদ্ব প্রান্তরে হারিয়ে যেতে মন চায়,

কোলাহল মুক্ত নিস্তব্ধতার শহরে।

যেখানে থাকবে না কোনো স্বার্থের প্রীতি, চেনা মুখ,

সেখানে থাকবে শুধু খোলা আকাশ আর নিঃশব্দতার ছোঁয়া।

নির্জনতা কে শান্ত করেছে,

শব্দ পারে না বোঝাতে।

তাই তো এ সুন্দর সুগভীর পৃথিবীতেই সর্বদা খুঁজেছি নিঃশব্দতা

নিঃশব্দতা শুধু একাকিত্ব নয়,

এ এক নিজস্ব বন্ধুর মতো—

যে কথা না বলেই বোঝে মনের ভাষা,

যার কোলেই কেঁদে ফেলা যায় নির্ভয়ে।

চুপচাপ ভরা দুপুরে, জানালার পাশে বসে,

এক কাপ চায়ের সঙ্গে মিশে থাকে তার ঘ্রাণ,

সে বলে না কিছু, তবুও শান্তি দেয় প্রাণ।

জীবনের যত কথা বলা হয় না কারো সাথে,

সেই সব কথা নিঃশব্দতা চুপচাপ শোনে রাতে।

এভাবে প্রতিদিন একটু একটু করে,

নিঃশব্দতা হয়ে ওঠে আত্মার নীরব আশ্রয়স্থল—

যেখানে আমি আমাকেই খুঁজে পাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট