মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন চালক ও হেলপার।
মঙ্গলবার (২ জুলাই) ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তাদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।