মহিউদ্দীন কুতুবী,উপজেলা প্রতিনিধি,কুতুবদিয়া |
২ জুলাই ২০২৫
দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ধূরুং বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বুধবার (০২ জুলাই) দুপুর ২টার দিকে কুতুবদিয়া থানার এস আই হাসমত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিমের সহযোগিতায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন, এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালেক।
মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা এবং ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী চারটি ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। তারমধ্যে সেবা ফার্মেসিকে ৫,০০০ টাকা, লোকনাথ ফার্মেসি – ৩,০০০ টাকা, নকীব মেডিকেল হল – ৫,০০০ টাকা ও মালেক শাহ ফার্মেসি – ১০,০০০ টাকা
অভিযান চলাকালীন হোসাইন ফার্মেসিতে সকল কাগজপত্র ও ওষুধের মেয়াদ ঠিকঠাক থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।