মোঃ হেলাল উদ্দিন,উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী, শেরপুর
শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নালিতাবাড়ী থানা পুলিশ। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) ভোররাতে এবং রোববার (২৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্পের টহল দল সোমবার ভোর চারটার দিকে সীমান্তের সন্ধ্যাকুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদ বিভিন্ন ব্র্যান্ডের বলে জানায় বিজিবি।
অন্যদিকে, রোববার মধ্যরাতে নালিতাবাড়ী থানার একটি টিম উপজেলার দাওধারা পর্যটন এলাকা ও বাতকুটি বিট সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। অভিযান শেষে চারটি বস্তায় রাখা ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা উভয়েই মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।